Photo: Collected |
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) নব নিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। আজ শনিবার সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন তার অনুভূতি নিয়ে।
নব নিযুক্ত মহাপরিচালক বলেন জাতির পিতার সোনার বাংলা গড়তে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। তার যগ্য নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বদ্ধ পরিকর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
তিনি আরো বলেন- মহান স্বাধীনতা যুদ্ধে দুই জন বীরশ্রেষ্ঠ ও ৮ শত ১৭ জন শহীদ হয়েছেন। তিনি আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাহিনী কে তৈরি করেছেন। আর প্রধানমন্ত্রী এই বাহিনী কে মিত্রাত্রিক ও নবজীবন দান করেছেন।
এর আগে তিনি হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়ায় পৌছালে
বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্য দের রুহের মাগফিরাত কামনায় সূরা ফাতিহা পাঠ ও কুরআন তেলাওয়াত করেন। পরে তিনি বঙ্গবন্ধুর রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেন।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল্লাহ ইসলাম ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুকুসহ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Tags:
News